দেখেছি কত বসন্তের অগ্নি কলি
আজ ফুটেছে সুনামে ওলি-গলি,
কত বর্ণ,রূপ,মুখোস ভঙ্গিমায়
কত সুগন্ধ ছড়াতে নিত্য দলাদলি।
শত বাঁধা বিঘ্নের কষ্টার্জিত চোট
কুহেলিকা সাজি নিত্য রুদ্ধশ্বাস,
নিজ আলোয়, সু-রক্ষায় প্রভাতী
অপরের সুখ শান্তি ছিনে বিশ্বাস।
নির্মম হৃদয়,ঘাতকতার তিক্ততা
জনজীবন ঢেলে করছো নিঃশেষ,
ভেবনা পার পাবে সেকেন্ড মিনিট
থাকবে চিরো এ-সৌখিনতার দেশ।
যতই সাজো বসন্তের অগ্নি কলি
তোমার পাপাচিহ্নে ফুটবে কপাল,
যতই ইসলামি লেবাস পড়ো ভাই
শান্তি মিলিবেনা ভাগ্যে পরোকাল।