ভালোবাসা, ভাষা, বসন্তের রং,
একই সূতোয় বাঁধা সুরের সংগ।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাই,
বইমেলার ঘ্রাণে মন জুড়াই।

ফাগুনের হাওয়া গায়ে মেখে,
হলুদ শাড়ি হাসে রৌদ্র দেখে।
চারুকলার রঙিন আঙিনায়,
আনন্দ বাজে প্রাণের সুরায়।

ভাষার জন্য যে রক্ত ঝরায়,
আজও সে কথা হৃদয়ে গাঁথায়।
ভালোবাসার নামে ভিনদেশী ঢেউ,
তবু চেতনার শেকড় অটুট রইল বাউল ঢেউ।

তরুণ-তরুণীর হাতের ফুল,
কেউ বা শ্রদ্ধায়, কেউ প্রেমে আকুল।
একই দিনে কত আয়োজন,
বাংলার প্রাণে ঐতিহ্যের বরণ।

ভাষা, বই, বসন্তের গান,
১৪ই ফেব্রুয়ারি বহুমাত্রিক প্রাণ।
ভালোবাসা থাকুক অন্তরে,
সংস্কৃতি জাগুক চেতনার ভোরে!

—১৪ই ফেব্রুয়ারির মেলবন্ধনে, চেতনাময় এক কবিতা!