শাসক আসে শাসক যায় শুধু শাসকের নাম বদলায়
শাসকের মুখ বদলায় রং বদলায় আর ঢং বদলায়।
সাধারণ মানুষের ভাগ্য বদলায় না,দিন বদলায় না
শাসকের শুধু চাই আর চাই, চাওয়ার শেষ হয় না।
চরিত্র একই থাকে যেমন ছিল আগে
সম্পদের ভাগ হয়, থাকে না গরীবের ভাগে।
শাসক তুমি দিনে দিনে ধনী হও অনেক বড়.......
জনগণের থেকে তুমি অনেক দূরে বাস করো।
তুমি থাকো রাজ প্রাসাদে সেখানে জনগণের যাওয়ার
অধিকার নাই
তাই তুমি বারবার জণগণের অবস্থা বুঝবার পারো নাই।
জনগন কখন খায় কখন না খেয়ে থাকে তা তুমি বুঝবার
চেষ্টা করো নাই
হযরত ওমরের মতো রাতে বাড়ির পাশ দিয়ে হেঁটে জনগণের
অবস্থা বুঝবার চেষ্টা করো নাই।
দিন বদলের প্রতিশ্রুতি অনেক দিয়েছো কখনও কার্যকর করো নাই
তোমাদের বাড়ি গাড়ি নারী সব হয়েছে যখন যা চেয়েছো তাই
বায়ান্ন বছর কাটলো আজও সাধারণ মানুষের দিন বদলায় নাই।
বারবার নানান রঙ্গে নানান ঢঙ্গে তোমরা আসো আমরা আশায়
বুক বাঁধি
কিন্তু হতাশার গভীরে নিমজ্জিত হয়ে এখন শুধুই হতাশার মালা গাঁথি।