আজ সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
আজ সোমবার, নতুন ভোর,
সূর্য উঠল সোনার ডোর।
ফেব্রুয়ারির দশ তারিখ,
সময় চলে দ্রুত তরীখ।
স্বপ্ন সাজাই নীল আকাশে,
নতুন দিনের রঙের বাতাসে।
২০২৫-এর আলোর রথে,
ভবিষ্যৎ গড়ি শক্ত হাতে।
সকাল জাগে আশার সুরে,
নতুন দিনের রঙিন নূরে।
সময়ের সাথে চলতে হবে,
সাফল্যের গল্প গড়তে হবে।