নীল সরোবরে মোর এসেছে রঙ্গীন পাখি,
আপন মনে তার কতনা ডাকাডাকি!
সবুজ ঘাসের পরে নীল সায়রতীরে
মেলে দিয়ে মুক্ত আঁখি
বিহঙ্গ, তোমারে আমি হৃদয়ের দ্বার খুলে
নয়ন মেলে শুধু দেখি।
হৃদয়ের মাঝখানে কী আকুল শিহরণে
তোমারে রঙ্গীন পাখি, বলে যাই একমনে:
দেখিনি তোমায় আগে, কত পাখি দেখা দিলো
আমার সায়রপাড়ে,
সকলে আমার সনে কতবার কত গান
গেয়ে উড়ে গেল সুদূরে।
কত বিহঙ্গ আরো উড়িছে গগনপাড়ে,
সবাই পালা করে আসে এ সরোবরে,
আভরণ ত্যাগ করে কত কেলি যায় করে,
সবারে শুধুই চেয়ে দেখি,
সবাই একই রকম ভূষণে-আভরণে,
তুমি মোর অনন্য পাখি!
তোমার সন্তরণ, তোমার আভরণ,
তোমার আঁখির ভাষা, অঙ্গজুড়ে ভূষণ,
সকল কিছুই যেন অন্যরকম সখী,
কোথা হতে এলে এ প্রাতে?
চলে কি যাবেই সখী অন্য সরোবরে,
রবে না কি আজ নিশীথে?
যদি গো তোমারে পাই একটু ক্ষণের তরে,
হয়তো রেখে দিবো সারাটি জনম ধরে,
তুমিও হয়তো শুধু আমারে জড়িয়ে ধরে
তোমার প্রাণের পরে
অনন্ত প্রেমধারে রয়ে যাবে মোর সনে
জন্ম-জন্মান্তরে!