এক মুর্খজ্ঞানী বেদ শাস্ত্রপরায়ণ কান্ডহীন মানব
দৈবাৎ ইসলামি কনফ্রান্সে প্রশ্ন তোলেন,
শ্রষ্টা মানুষ সৃষ্টি করেছেন,তাকে কে সৃষ্টি করেছে?
অহিংসার ডামাঢোলে অংকটা কষলেন।
তার এমন প্রশ্নে,হলরুম উত্তেজিত গমগমে
ইসলাম জ্ঞান পন্ডিত জাকের নায়েক হাসলেন,
ষ্টেজের মাইকের সামনে দাড়িয়ে উচ্চদমে
মহান রাব্বুল আলামিনকে স্মরণ করে বল্লেন।
মনে করেন আপনি পুরুষ,হাসপাতালে ভর্তি
কেউ আপনাকে জিজ্ঞেস করে বল্ল,আপনি গর্ভবতী?
আপনার কি বাঁচ্চা হয়েছে? ছেলে না মেয়ে
তখন পুরুষ নিশ্চয় বলবে,আরে না না তা কি সম্ভব?
এমন মারমুখি প্রশ্নে সে পুরুষ অস্বীকার করবে
তেমনি সুবহানা তাল্লাকে নিয়ে এমন প্রশ্ন বাঞ্ছনীয়,
তিনি সারা জাহানের মালিক অধিপতি ক্ষমতাবান
যারা এমন প্রশ্ন করেন তারা সর্বদাই নিন্দনীয়।