পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা স্পর্শ করা যায় না। সেই জিনিসগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়,
মা হচ্ছে তেমনি একটি শব্দ যা সবসময় হৃদয়ে অনুভুত হয়।
মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালোবাসা পুর্ণ সবচেয়ে ছোটো শব্দ
যার গভীরতা,যার তাৎপর্য পৃথিবীর মানুষের হৃদয় দ্বারা সবচেয়ে বেশী উপলব্ধ।
সবচেয়ে কাছের সবচেয়ে আপনজন আমার মা যেমন,
সবার মা সবার কাছে ভালোবাসার আপনাজন তেমন।
আমার ছেলে কলিং বেল বাজলে দৌড়ে গিয়ে যখন দেখে
বাহির থেকে তাঁর মা এসেছে ওমনি বলে উঠে আমার মা এসেছে,
তখন আমি ভাবি এমন সময় আমারও ছিলো যখন কোন কিছুর প্রয়োজন হলে দৌড়ে যেতাম মায়ের কাছে।
মায়ের মন টেলিপ্যাথির মতো কাজ করে সন্তান কোন বিপদে
পড়লে মায়ের মন আগে জানে,
মায়ের কোন অসুবিধা হলে সন্তানরাও জানতে পারে মনে মনে।
পৃথিবীতে মা হলো স্নেহের সাগর যা কখনো শেষ হয় না, অনন্ত ধারায় প্রবাহিত হয়,
মা হচ্ছে এমন এক ওষুধ যার ছোঁয়ায় সন্তানেরা এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে যায়।
মা আমার মা তোমার কোলে হেসে খেলে বড় হয়েছি;
তোমার মুখের বোল শুনে শুনে কথা শিখেছি তোমার হাতের
আঙুল ধরে হাঁটতে শিখেছি।
মা তোমার হাত ধরে অ আ ক খ লিখতে শিখেছি,
কতবার তোমার অবাধ্য হয়ে মার খেয়েছি তবু তোমাকেই ভালোবেসেছি;তোমার কাছে আশ্রয় পেয়েছি।
যেখানেই থাকতাম যতো দূরেই থাকতাম তোমার কাছে ফিরে
যাবার ব্যাকুলতা সবসময় থাকত;
তোমার কাছে যখন ফিরে আসতাম যেন হৃদয়ে এক সাগর প্রশান্তি নেমে আসতো।
তুমি ছিলে শীতল হাওয়া তোমাকে কাছে পেলে হৃদয় শীতল হতো;
কোন কাজে তোমার প্রশংসা পেলে সে কাজ করতে অনুপ্রেরণা
পেতাম,
তুমি ছিলে আমার অনুপ্রেরণার উৎস যেন কনকনে শীতে আগুনের উষ্ণতা পেতাম।
তুমি ছিলে আমার খেলার সাথি, তুমি আমার শিক্ষক, তুমি আমার লালনপালন কারী এক কথায় তুমি ছিলে আমার পৃথিবী।
স্নেহ মায়ামমতা আদর সোহাগ ভালোবাসায় তুমি সেরা পৃথিবীর
অনেক কষ্ট করেছো সন্তানদের জন্য ঋণী করেছো অনেক সারাজীবন ভর।
অসুখে বিসুখে শিয়রে বসে মা তুমি কপালে হাত রাখলে স্বস্তি
পেতাম ফিরে;
সেই স্নেহ ভরা হাতের ছোঁয়া আজও অনুভূত হয় বারেবারে।
সেই স্নেহ জড়ানো পৃথিবীতে হঠাৎ অন্ধকার নেবে আসলো,
তুমি চলে গেলে না ফেরার দেশে; আমার নৌকা গভীর সমুদ্রে কূল হারালো।
তুমি অনন্ত কালের যাত্রায় ভালো থেকো মা এটাই আমার চাওয়া সৃষ্টিকর্তার কাছে;
আমাদেরও সময় হবে অনন্তকালের যাত্রায় চলে যাবো সৃষ্টিকর্তার কাছে।