নারী ও পুরুষ, দুটি ধারা,
প্রকৃতির বয়ে চলা স্রোতধারা।
একটি চাঁদ, একটি আলো,
একটি নদী, আরেকটি পালো।

চোখের চাওয়া, মনের ভাষা,
কখনো বিরহ, কখনো ভালোবাসা।
তুলোর মতো মেঘের ছায়া,
মিশে যায় দু'জনের মনের মায়া।

কখনো দোলা, কখনো যন্ত্রণা,
তবু কেন এ আকর্ষণের গাঁথা?
পাহাড়ের চূড়া, সমুদ্রের ঢেউ,
একসঙ্গে বাঁধা, কখনো না ক্ষয়।

প্রকৃতির খেলায়, সৃষ্টির নিয়ম,
এই টানেই গড়ে উঠেছে ভূবন।
হৃদয়ের ভেতর জন্ম যে নেয়,
ভালোবাসার গল্প কখনো না শেষ হয়।
🌿❤️🔥