শাস্ত্র পড়ে কিফল হয়?
কর্মে যদি না হয় জয়,
বাস্তব হতে থাকলে দুরে
চলার পথে বাড়ায় ভয়।।
ধর্ম ধর্ম যতই বলি,
কর্ম পথে কেউ কি চলি?
সবার মনে কপটছল,
দিক না যত জীবন বলি।।
মহান সবাই মুখে মুখে,
থাকছে নকেউ সুখে দঃখে,
প্রতিবাদ কেউ করেনা,
আঘাত দেয় সবাই বুকে।।
কপটছলে পুর্ণ ধরা,
টেনে আনছে জীর্ন জরা,
কেমন করে শান্তি হবে?
অশান্তিতে সকল ভরা।।
চোখ বুজিয়া বিশ্বাস করি,
কেঁদে ভাসাই ধুলায় পরি
বোকার মত শুন্য হাতে
কেমন করে থাকব লড়ি।
চানক্য নীতি মানতে হবে,
বাঁচার মত বাঁচতে ভবে,
নির্বাক হয়ে থাকলে পরে,
কেমন করে বাঁচব সবে?
বিশ্বময় বুদ্ধির খেলা।,
খেলছি সবে ভাসিয়ে ভেলা,
শুভ চেইন ছিন্ন হলে,
ডুবে যাবে জীবন বেলা।।
প্রয়োজনে ছল চাতুরী,
করবে সকল নর নারী।
চুপটি করে থাকলে পরে,
বিপদ হবে অনেক ভারী।।
বোকার মত শাস্ত্র পড়ে,
মরার আগে তারাই মরে,
বিবেচনার অভাব হেতু,
বিপদ কালে কেমনে লড়ে?
কর্ম কর বিশ্বময়,
শান্তি সুখ তাতেই হয়,
ভক্তি রাখ গুনের পরে,
দানব দস্যু করবে ভয়।।
কান্ডজ্ঞান করে ত্রান,
জ্ঞানী জনের বাড়ায় মান,
নির্বুদ্ধিতায় সকল ধ্বংস
করুক যত জীবন দান।।