শিশির ভেজা দুর্গা ঘাসে,
সোনার ডিম্বা হাসে।
হেমন্তের এই রোদ সকালে,
হংসমিথুন ভাসে।
কৃষাণী সব নিজ আঙিনায়,
ধানের ফারা বিলায়।
বাঁশের থামায় সাদা বকটা,
ডানা মেলে জিরায়।
আকাশ জুড়ে মেঘের মেলা,
দেখতে দারুণ মনোরম।
লেপ মুড়িতে মুখ ঢাকিয়ে,
যাচ্ছে খোকা ঘুম।
পাকা ধানে দুলছে শিষ,
বইছে বায়ু ধীরে।
মাছের বাজার বসছে ঘাটে,
ধরছে লোকে ঘীরে।
কাক ডাকছে গাছে বসে,
পাশ্বে দুইটি ছানা।
হেমন্তের এই সাতসকালে,
দিচ্ছে না কেউ খানা।