আট/ দশ/ চব্বিশ।
বুদ বুদ সম জনম মরন,
পুনঃ জনম নাই।
হিসাবাদি কেউ রাখেনা,
বাস্তব ইহা তাই।।
পঞ্চভুতে জনম নিয়া,
কর্ম করা চাই।
জ্ঞান চোখ বন্ধ করে,
খুজে কেউনা পাই।।
বিশ্বময় খেলার ঘর,
খেলছি মোরা সবে।
অবাস্তব বিশ্বাস করে,
কষ্টে কেন রবে?
কান্ড জ্ঞান রেখে তাই,
কাজ করতে হবে।
অন্ধের মতন পথ চলে,
বাঁচবে নাকো ভবে।।
আদিম যুগের বর্বরতা,
আজও কেন মানি?
মন্ত্র বলে স্বর্গে যাব,
সেই ঘানি টানি।।
চরণ ধরে কাঁদছি যত
দিয়ে প্রাণ খানি।
বাওন বাদী শাস্ত্র পড়ে,
বাস্তব নাহি জানি।।
স্বর্গ নরক কর্ম ফল,
বুজতে কেন দেরী।
আপন কাজে আপনি লড়
শান্তি পাবে ভারী।।
নামের চেয়ে কর্ম বড়,
নাহি কান্ডারী।
কর্মহীণ থাকলে পরে
মরবে তাড়া তাড়ি।।
সু স্বাস্হ্য শত্রু মুক্ত,
যোগ সাধন করে।
ঐশ্বর্য পূর্ণ হলে পরে
সুখে থাকবে ঘরে।
ভিক্ষা বৃত্তি হীণ মনে,
মরার আগে মরে।
আয়ূর্বেদি শাস্ত্র জ্ঞান,
রাখ সবাই ধরে।।
মরার পরে বিলীন হব ,
এটাই বাস্তবতা।
বিশ্বাস ভক্তি যাহা রাখি,
করছে চঞ্চলতা।।
বোকার মত ধৈর্য ধরা
নয়কো মানবতা।
প্রকৃতির সঙ্গধরে,
হওগো তৎ পরতা।