ব্যর্থতা খারাপ কিছু নয়,
সফলতার পেছনে ব্যর্থতা রয়।
যেমন আছাড় খেলে উঠে
দাঁড়াতে হয়,
মনোবল থাকতে হয়।
বড় সফলতা পেতে হলে ব্যর্থতা
মেনে নেওয়ার সাহস লাগে,
সাহসের উপর নির্ভর করে যেতে হবে
অগ্রভাগে।
পাহাড়ের চূড়ায় পৌঁছতে হলে দম লাগে,
ঝড়ের মধ্যে নদী পাড়ি দিতে সাহস লাগে।
অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে সফলতার
শিখরে পৌঁছতে হয়,
সফলতার মধ্যে আনন্দ থাকে, সেই আনন্দ
ভোগ করতে হয়।
ব্যর্থতার গ্লানি রয়েছে তাকে মেনে নিতে হয়,
হাল ছাড়লে চলে না শক্ত হাতে হাল ধরতে
হয়।
সফলতা পেতে চলছে লড়াই জীবন ভরে,
বারবার ব্যর্থ হয়ে চলছে জীবন জীবনের তরে।
আশা আছে তাই মানুষ স্বপ্ন দেখে, জেগে ওঠে
ব্যর্থতার গ্লানি মুছে হামাগুড়ি দিয়ে উঠে।
ব্যর্থ জীবন বলে কিছু নাই জীবন তো একটাই,
জীবনের কোন না কোন ক্ষেত্রে সফলতা থাকবেই।