আমরা হাসতে ভুলে গেছি
আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি।
আমরা এরকম অবস্থায় আছি যে অবস্থা
মানুষকে হাসাতে দেয় না
স্বপ্ন দেখতে মানুষের ভয় হয় তাই তাঁরা
স্বপ্ন দেখে না।
মানুষ মানুষকে ভালবাসতে ভুলে গেছে
মানুষ বর্বরতার চরম শিখরে পৌঁছে গেছে।
মানুষকে পিটিয়ে মারতে, কুপিয়ে মারতে
গুলি করে মারতে একটুও দয়া হয় না
আজ আর মানুষের মধ্যে ভ্রাত্রিত্ববোধ, সহমর্মিতা,
সহানুভূতি, সৌহার্দ্য ইত্যাদি দেখা যায় না।
এগুলো সামাজিক ভারসাম্য রক্ষায় দরকার
এগুলোর চর্চা না থাকলে কেবলমাত্র হাহাকার।
স্বপ্ন দেখবো বলে কতোবার চেষ্টা করেছি
কিন্তু বারবার স্বপ্ন ভঙ্গের জ্বালা সয়েছি।
কতোবার হাসার চেষ্টা করেছি হাসতে গিয়ে কান্নায়
জড়িয়েছি
দু'চোখ অশ্রুজলে ভিজে আমি বাংলার রূপ দেখছি।
মনে হয় এই বুঝি এলো সুখ দুঃখ যাবে কেটে
পিছন ফিরে তাকিয়ে দেখি সুখ গেছে টুটে।