কোথায় আজ শান্তি সুখ?
কোথায় সত্য ধর্ম?
কলি যুগের কালিমাতে,
বোঝে নাকেউ মর্ম।।
মিথ্যায় আজ পুর্ন ধরা,
সত্য কেন্দে মরে।
ধার্মিকরা লুকিয়ে থাকে,
সদা অশ্রু ঝড়ে।।
অবাস্তবের মহা বল,
নাহি বাস্তবতা।
ভক্তি বিশ্বাস মুখে মুখে,
চলছে কুটিলতা।।
মহান সবই লোকাচারে
গোপন পথে ফাঁকা।,
লোক দেখিয়ে ধর্ম করে
,বাস্তব রাখে ঢাকা।।
দ্বন্দ্ব সংঘাত অহরহ,
মুখে একাত্ত্বতা।
মানবিকতার বলছে বুলি,
নাহি সংযমতা।।
বিদ্যাবুদ্ধি থাকুক যত
গরলতায় পুর্ন।
চলার পথে চলতে গিয়া,
করছে সবি চুর্ন।।
শান্তি সুখ কেমনে হবে?
চলছে মহারণ।
বদ লোকের সংস্পর্শে,
শুন্য রত্ন ধন।।
কারোর কথা কেউ শোনেনা,
সবাই জ্ঞানবান।
মারনাস্ত্র হাতে নিয়া
দিচ্ছে রনে টান।।
অল্পায়ূ অল্প বুদ্ধি,
তবু ছল চাতুরী।
মানসিকতা নিম্নে তবু
করছে বাহাদুরী।।
কলি যুগের কালিমাতে
বিশ্ব অন্ধকার।
কপটতায় পুর্ন বলে,
হয়না পরিস্কার।।
জ্ঞান বুদ্ধি সবই আছে
নাহি কান্ডজ্ঞান।
কলি যুগের মহা প্রলয়
পাবে নাকেউ ত্রান।।