বাঁচিবার তরে আমরা নানান পেশায় জড়াই
পৃথিবীর বুকে এসেছি বেঁচে থাকার লড়াই তাই।
কেউ বেঁচে আছে দুধে ভাতে কেউ তাতে নাই
সবাই বাঁচুক দুধে ভাতে এটা আমরা চাই।
এতোটুকু চাওয়ার অধিকার রয়েছে সবার
পৃথিবীর সমস্ত সম্পদ গুটি কয়েক মানুষের নাই
ভোগের অধিকার।
পৃথিবীর সমস্ত সম্পদের উপর সকলের অধিকার
থাকতে হবে,
অন্যায় অত্যাচার অবিচার বৈষম্য সব ভেসে যাবে।
মানুষের সংগ্রামে সংগ্রামে অধিকার আদায় করতে হবে
দুর্বৃত্তদের বুকে কম্পন ধরিয়ে তাড়িয়ে দিতে হবে।
মানুষে মানুষে কেনো এতো ভেদাভেদ থাকবে?
বিদ্বেষের অনলে কোন মানুষের জ্বলে মরতে হবে।
মানুষ মানুষের জন্য, মানুষ কেনো মানুষের প্রতি বিরূপ হবে
একই রক্তে মাংসে গড়া মানুষ একে অপরের উপর যুদ্ধে
কেনো জড়িয়ে পড়বে?
মানুষের মধ্যে ভালো অনুভূতির জাগরণ ঘটুক
মানুষের প্রতি মানুষের মমত্ববোধ জাগ্রত হোক।
যুদ্ধ বিহীন পৃথিবী, পরিবেশ বান্ধব পৃথিবী কী আমরা পেতে
পারি না
মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে যাদের দ্বায়িত্ব তাঁরা কী সমাধান
দিতে পারে না?
বর্ণবৈষম্যের নিরসন ঘটুক বিশ্বের বুক থেকে
অনাবিল শান্তির পৃথিবী গড়ে উঠুক মানুষের মন থেকে।