একদিন ভালোবেসে
কাউকে দিয়েছিলাম ব্যথা,
একটু বেশি দিয়েছি বলে
তার অনুভূতির আঘাতগুলো
তীঁড় হয়ে বিঁধলো বুকে
যন্ত্রণার হয়ে কাব্য কবিতা...
যা আজও আমার বিস্মৃতির
জীবন পটে ওতপ্রোত গাঁথা।
ভুল বুঝাবুঝির পালাটা
বিশাল উঁচু আসমান ছুঁয়ে গেছে,
ধরা ছোঁয়ার বাইরে
উঁচু টিলা,পাহাড় সমারহে বাঁধ
জীবনের কাঙ্ক্ষিত সময়গুলো...
ধূসর কালো অন্ধকারে ফাঁদ।
সে স্বপ্নটা সেদিন দুজনার
হৃদয় গভীরে ছিলো সোনালী সবুজ,
আজ ধূসর অনাদৃত লাবন্যে
খসে গেছে তার রঙ চিহ্ন
শত অভিমানের দৌড়াত্বের...
ছিলো কতটা নির্মম অবুজ।