একটি সমগ্র দিন চলে যায়
নির্বোধ মানুষ আমরা যে হায়,
কখনও দেখিনি পরখ করে
দিনের আলোকে পূণ্য জমায়।
এত ব্যস্ত আজ নিজেকে নিয়ে
ধর্ম কর্মে নাই নুন্যতম বালাই,
কতটা খাঁটি সোনা হলাম প্রভুর
ঈমানের অনলে হৃদ জ্বালাই।
শিশু যৌবন ফুরালো দিনান্তে
কত স্বপ্ন সাধনায় চিত্ত ঝলক,
দৈবাৎ বৃদ্ধ এসে দিলো যে হানা
প্রভুর স্মরণে ভীতস্থ্য পলক।
একটি দিনের হিসেব মিলাতে
আজ হলাম বড্ড বড় ভিখারি,
হাজার বছর আমল আখলাক
কি করে শুদ্রাবো প্রভু তোমারি?