এ লড়াই চলবে,
এ লড়াই চলতেই হবে।
এ লড়াই বন্ধ হলে,এ জাতির ভাগ্যাকাশে জড়ো হওয়া কালো মেঘ সরবেনা।
এ লড়াই বন্ধ হলে,কালবৈশাখীর ঝড়ে প্লাবিত এই ভূখণ্ডে সুদিন ফিরবে না।
এ লড়াই বন্ধ হলে,নিগূঢ় কালো অমাবস্যার রজনী শেষ হবেনা।
পূর্ব গগণে উদিত হবে না পরাধীন জাতির স্বপ্নের স্বাধীন সূর্যি মামা।
এ লড়াই চলবে,
এ লড়াই চলতেই হবে।
এ লড়াই বন্ধ হলে,মরুর কৃত্রিম বালি ঝড়ে অন্ধ হওয়া এ জাতির দৃষ্টি ফিরবে না।
নির্যাতিতের আর্তনাদে বধির হওয়া এ জাতির শ্রবণ শক্তি ফিরবে না।
এ লড়াই বন্ধ হলে, জং পড়ে যাওয়া এ জাতির বাকযন্ত্রের মেরামত হবেনা।
এ লড়াই বন্ধ হলে,বিদঘুটে গন্ধ ছড়ানো পচে যাওয়া বিবেক গুলোর দাফন হবে না।
এ লড়াই চলবে,
এ লড়াই চলতেই হবে।
কেননা,এ লড়াই বন্ধ হলে, আমার শহীদ ভাই আমাকে ক্ষমা করবে না।
আমার শহীদ বোন আমাকে ভাই বলে পরিচয় দিতে ঘৃণা করবে।
এ লড়াই বন্ধ হলে, শহীদের রক্ত স্নাত রাজপথ আমার পথ রুখে দাঁড়াবে।
আমার আহত ভাইয়ের চিৎকার আমায় ঘুমোতে দিবে না।
স্বজন হারানো মায়ের আর্তনাদ আমার মস্তিষ্কে তুফান সৃষ্টি করবে।
এ জাতির চূড়ান্ত মুক্তি বা আমার মৃত্যু ছাড়া এ তুফান থামবে না।
এ লড়াই চলবে,
এ লড়াই চলতেই হবে।