সাত রঙের কোনোটিই হয়তো আমার নেই
হয়তো পারবোনা সামান্য চাওয়াটাও মেটাতে।
একটু বেরুতে ইচ্ছে হবে,কিছুটা সময়
নীরবে পাশাপাশি হাঁটা হাতে হাত রেখে-
হয়তো অপূর্ণই থেকে যাবে!
সন্ধ্যার রক্তিম আকাশ- দেখা হয়তো হবেনা
সন্ধ্যাতারা টাও থাকবে অদেখা।
বুঝেও হয়তো জানতে চাইবো না মন কেন খারাপ!
বিশেষ কোনো দিনে অপেক্ষায় থাকবে তুমি,
ভালোলাগার প্রিয় কোনো কিছুতে হয়তো চমকে দেবো না।
অপেক্ষার প্রহর হয়তো ফুরোবে,
ফুরোবে চাওয়া পাওয়ার ক্ষণ!
মেঘলা আকাশ হয়তো তোমার সাথেই কাঁদবে,
সে জলেও ভিজবো না হয়তো!
তবে....
ভালোবাসি তোমায়,
ভালোবেসে যাবো।
তুমি না চাইলেও যে ভালোবাসতে হবে
তুমি আমার,
হয়তো জানবে না তুমি- কতটা ভালোবাসি!