অতৈন্দ্রিলা!
লালচে সেগুন কাঠের রজনীগন্ধা
ফুলের সুবাসে উন্মাতাল বিছানায়
অপেক্ষা করো আমার জন্য।
তিনটে গোলাপ আর
রেশমি চুড়ি নিয়ে ফিরবো,
তুমি অপেক্ষা করো।
দরজা খুলে মাথাটা রেখো আমার
বুকে, সমস্থ ক্লান্তি নিয়ো নিংড়ে।
তাই বলছি-
অপেক্ষা করো!
রোজ রাতে জনালার ওপারের চাঁদ
দেখবো হাতে হাত রেখে।
কথা দিচ্ছি- এতটুকু বিরক্ত হব না।
অপেক্ষা করো অতৈন্দ্রিলা।
কর্ণফুলীর অবিরাম জলকেলিতে নৌকো
নিয়ে ঘুরবো একাকী দুজনে।খোঁপায়
রেখো সাদা কাঠগোলাপের মালা।
শুধু অপেক্ষায় থেকো।
যুগযুগ, আজীবন অপেক্ষা করো
অতৈন্দ্রিলা!