তারাদের দেখতে দেখতে আমিও
ক্লান্ত হয়ে যায়।
একসময় মনে হতে থাকে-
আমি নির্জনতা কে নষ্ট করছি নাতো?
নিরবেই তো আকাশটা দেখি,
দেখি আমার একান্ত আপন অতৈন্দ্রিলা কে!
অজান্তেই কবে নোনা জলের ধারা
নেমে আসে দুচোখে।
গড়িয়ে পরে ছাদের এক পাশে,
টপ টপ টপ!
কেমন বিচ্ছিরি এক আওয়াজ!
অতৈন্দ্রিলা মিলিয়ে যায়- হয়তো কষ্ট পেয়ে
নয় বিরক্তি তে!
আমিও ফিরে আসি,
বরাবরের মতোই- বাক্যালাপ অসম্পূর্ণ রেখে!