আমার গাছে আজ প্রথম নয়নতারা ফুটলো,
সাদা নয়নতারা!
সাদা ফুল যে এত চমৎকার হয় জানতাম না।
নির্মল সাদায় যে লুকানো কষ্ট থাকে-
তাই আজ থেকে আমার কষ্ট গুলোও সাদা,
নীল কষ্ট আর কত বয়ে বেড়াবো?
আমার কষ্ট গুলো আজ ভাগাভাগি
করে নিলাম সাদা মেঘের সাথে,
ব্যাথা গুলো আজ ছড়িয়ে দিলাম
তোমার সিল্কের সাদা ওড়না জুড়ে,
আজ আমার সব কষ্ট তোমার ডায়েরির
সাদা কাগজের পাতাই পাতাই,
তোমার নাক ফুলের সাদা পাথরে
আমার কষ্ট গুলো কি উজ্জ্বল দেখাচ্ছে!
আজ থেকে ওই সাদা মেঘ, তোমার সাদা
ওড়না আর নাকের সাদা নোলক- সব সাদা
আমার বন্ধু, একান্ত আপন,
শুধু আমার কষ্ট টুকু বুঝতে পারে বলে!