বর্ষা রাতের বিলাসী বৃষ্টির এলোমেলো জলে
ছুঁয়েছি তোমায়। ছুঁয়েছি তোমায়
হাত বাড়িয়ে- বৃষ্টি বিলাসের ছলে!
দেখেছি তোমার অভিমান, যত
অভিযোগের ফুলঝুরি। নিয়েছি তত
বুকে জড়িয়ে- নিজেরো আপন করি!
হাসি পেয়ে মন কেঁদে উঠেছে
শেষ বিষাদের মেঘে। ঝড়িয়েছো সে জল
আমারি মাঝে- বুকের ভেতর থেকে!
আমি অপরাধী, সমব্যথীত তোমারো
প্রিয়জ তাই। আছি জেগে আজো, যদি
বৃষ্টিতে- আবারো তোমায় পাই!
চেয়ে নিবো ক্ষমা- হাত জোড় করে, যত
ছোট হতে হয় হব। বিশ্বাস কর,
ভালোবাসা যত- উজাড় করে সব দিবো!