আমি আজকাল ভাবতে পারিনা,
কল্পনাশক্তি কমে গিয়েছে ভীষণরকম!
কাঠফাটা রোদ্দুরে লোকাল বাসের কোনো এক
ভাঙাচোরা চেয়ারে বসে আর মিলাতে
পারিনা ছন্দ- "এই পথের বাঁকে বাঁকে
লেগে আছে কতশত পথিকের রক্ত,স্বপ্ন! "
ক্লাসরুমের সর্বশেষ টেবিলের ওপরে লেখা
হয় না আর- " এ আমি কোন দুনিয়ায়,
চারিদিকে যার সব হারানোর যুদ্ধ?"
কোনো এক ক্লান্ত সন্ধ্যায় হেঁটে যেতে
যেতে আর মনে পড়েনা- "আমি বড়
একা, তোমার স্নিগ্ধ হাতের স্পর্শ
ছাড়া সত্যিই খুব একা!"
টং দোকানের বিল মিটিয়ে ফেরার পথে দেখি-
"চায়ের কাপ টা এখনো ঘুরে এহাত
থেকে ওহাত, ছন্দ ছাড়া ক্লান্ত আমি
-খালি নেই শুধু কাপ?"