নির্বাক কয়েক ফোটা অশ্রু
অর্থহীন কিছু প্রার্থনা
অসময়ে পথ চেয়ে থাকা
এর নাম দিলাম 'ভালোবাসা'!
বুকের মাঝে মাথা রেখে সুখ নিংড়ে নেয়া
তিন তলার রেলিং ধরে অপেক্ষায় থাকা
এটাই কি 'ভালোবাসা'?
ছোট ছোট খুনসুটি অথবা মিষ্টি রাগ
মান ভাঙানোর সে কি প্রচেষ্টা
অপরাধী হয়ে সামনে দাঁড়ালে মুখ লুকিয়ে হাসা
'ভালোবাসা' কি একেই বলে?
সামান্য আঘাতে আকাশ ভেঙে পরা
এতটুকু চোট লাগেনি, তবুও কত সেবা
বিষণ্ণতায় পাশে এসে বলা- 'আমিতো আছি'
'ভালোবাসা' নিশ্চয়?