শুভ জন্মদিন পিতা।
তুমি ছিলে দীঘল।
তাই নিমেষেই তোমার হাতের তালুতে
জন্ম নেয় আমার মানচিত্র।
শুনেছি, মানুষ জন্মের সময়
তার মৃত্যুর বীজ বহন করে।
কিন্তু তাতেও তোমার ভিন্নতা।
তোমার জন্মে ভূমিষ্ঠ হয় আমার বনানী,
আমার অধিকার।
রক্ষা পায় আমার লজ্জা।
উত্তীর্ন হয় আমার মস্তক।
পত পত পতাকায় ছেয়ে যায় আমার আবাস ভূমি, আমার স্বপ্ন সমূদয়।
জন্মের মগ্নতায় গর্জন করে তোমার স্বর,
অত্যাচারী হয় নশ্বর।
তোমার জন্মে তর্জনী দেয় ইঙ্গীত,
আঁকে মুক্তির সীমানা।
তোমার জন্মে মৃত্যুর হয় মৃত্যু,
মৃত্যুবীজ হয় লজ্জিত।
পুনশ্চ: শুভ জন্মদিন পিতা।
------------------------------------
ক্ষণকাল, বিকাল
৫:৩৫, অপরাহ্ন
নিশ্চুপ কাহ্ন।
১৭ মার্চ ২০২১