#এ_এমন_অদ্ভুত_সময়
#শাওন_মল্লিক
#কাব্যগ্রন্থ _অভীমানী_মৃত্যু
ওরা তোমার শ্বাস-প্রশ্বাস ঘেঁটে
বের করবে যদি কাউকে বলো আমি তোমাকে ভালোবাসি!
এবং শুঁকে দেখবে
তোমার হৃদয়ও!
এ এমন অদ্ভুত সময়, প্রিয় আমার! আর রাস্তায় ফেলে
প্রেমকে করবে বেদম প্রহার।
বরং লুকিয়ে রাখি আমাদের
প্রেম খোয়াড়ের অন্ধকারে…
এই কুটিল স্থবিরে,
শীতের কামড়ে তারা জিইয়ে রাখে তাদের আগুন....
আমাদের গান আর কবিতা
ছাই করে...
ভেবো না!
জীবনের ঝুঁকি নিয়ো না!
এ এমন অদ্ভুত সময়,
প্রিয় আমার!
যে মধ্যরাতের দরজা ধাক্কায়,
সে আসলে প্রদীপ নেভাতে আসে! বরং লুকিয়ে রাখি...
আমাদের প্রদীপ খোয়াড়ের অন্ধকারে…
ওই দেখো কসাইরা রাস্তায় পাহাড়ায় রক্তমাখা চাপাতি
আর চাক্কি নিয়ে!
এ এমন অদ্ভুত সময়, প্রিয় আমার! ওরা ঠোঁট থেকে কেটে ফেলে হাসি আর কণ্ঠের গান!
বরং লুকিয়ে রাখি
আমাদের আবেগ....
খোয়াড়ের অন্ধকারে…
ওরা গায়ক পাখিদের কাবাব করে জুঁই আর লাইলাক ফুল পুড়িয়ে।
এ এমন অদ্ভুত সময়, প্রিয় আমার! জয়োন্মত্ত শয়তান আমাদের কুলখানিতে উল্লসিত!
বরং লুকিয়ে রাখি আমাদের
ঈশ্বর খোয়াড়ের অন্ধকারে…