#শকুনির_প্রতিবিম্ব_প্রথম_পর্ব
#শাওন_মল্লিক
২৮.০২.২০২৩
ঈগলেরাও একদিন উড়তে যাবে
গহব্বরের অন্তরালে...
অষ্টপ্রহর খাপ খাওয়ালে
চোখের দল ও খসে যাবে...
কালান্তরির মহানভে চোখে দের ও বয়স হবে
তীব্রতা তো চোখ পোড়াবে!
অন্ধকারে অন্ধ হয়ে রশ্মিরাও ফুল কুড়োবে...
পুথির পূজোর ঘন্টা বেঁজে
দ্রবন সব লিভারে গুঁজে
দুচোখ ভরা দিঘির খোঁজে
বিষাক্ততাও মানুষ বোঝে
চোখদুটো যখন সীমানা ছুঁবে
কালান্তরেরও অন্ত হবে...
চক্রবুহ্যের মৃত্যু নাহয়...
পেটের ক্ষুধা মিটিয়ে দিবে...
চোখের উপর চোখের দৃষ্টি
পাপীর চোখে পাপের সৃষ্টি
পাশার খেলায় পিসতে থাকুক
শকুনিরা সব জিততে আসুক
ঝোকেরা বুঝে মুখেরা খোঁজে
তমসাবৃত তামসী দেখো
আলো আঁধারে শ্যাম কে পূজে
কালান্তরির মহানভে চোখে দের ও বয়স হবে...
তীব্রতা তো চোখ পোড়াবে!
অন্ধকারে অন্ধ হয়ে...
রশ্মিরাও ফুল কুড়োবে...