তোমার অন্দরমহলে সূর্য উঠলেই,
আমি আকাশে সিঁদুর লিপি।
তুমি যদি বলো, নখের ডগায়,
কিংবদন্তির মৃত্যু লিখি।
তুমি যদি চাও, চাবুকের আঘাতে,
কলাবতী চিরে সুবাস ঝাকি।
দৃষ্টিসীমার প্রেক্ষাপটের,
তটিনী মিলিয়ে তটের সাথে।
নির্বাক সব চিত্রাক্ষরের,
জলপিশাচের মাছে ভাতে।
তুমি যদি চাও, রক্ত জমিয়ে,
জলপ্রপাতে ফুল ফোটাতে!
আমি হবো তবে, নেকড়ে শেয়াল,
তাজমহল আর লাল কিলাতে
তুমি যদি চাও তিমির তন্ত্র,
নিরতিশয় অভ্যাগত।
আমি হবো তবে, হুতাশন বাপু!
মুনি-ঋষিদের পরম ব্রত।