#অভ্যাস_পর্ব_০৩
#শাওন_মল্লিক
#কাব্যগ্রন্থ_অভ্যাস


কারো থেকে যাওয়া প্রকৃতি কখনোই মেনে নিতে পারে না...
প্রকৃতির সৃষ্ট লোভে গঙ্গাপূজা করবেন...!
তো আপনার অন্তর আত্মার মৃত্যু নিশ্চিত 🙂❤️
অল্পকিছুদূর এর মায়ার আড়ালে আনতে পারেন নিজেকে..
পরবর্তীতে বিদ্বেষমূলক আচরণের সাথে প্রকৃতি তার
প্রকাশিত কাব্য নিয়ে হাজির হবে...
প্রবাদ অবাধ্যতার কারনে শাস্তির
কাঠগড়ায় দাড় করাবে নির্ধারনী প্রকৃতি..
আপনার কাব্য রচনাটি প্রচলিত  আর
মতবিশ্বাসের ঊর্ধ্বে উঠতে পারবে না কখনোই..
আপনার উপর তখন প্রকৃতি
নিজেই নিজের মতো করে কাব্যরচনা করে নিবে..
আপনি ল্যাম্পপোস্টের বাতির মতো
স্থির একমুখো আলোর আড়ালে জীবন বুনবেন...
দুমুখো আর হওয়া হবে না...❤️
আর আপনার মনে হবে...
এই অভ্যাসটাই হয়তো
অন্তিমকালের অন্তিম নিয়তির পরিনতিহীন থেকে যাওয়া...