#অভ্যাস
#শাওন_মল্লিক
#কাব্যগ্রন্থ_অভিমানী_মৃত্যু
প্রতিদিন মনে হয় এই বুঝি শেষ,
তারপর দেখি,আবার নতুন করে শুরু …
এটাই তো অভ্যাস...
কারো গালিগালাজ কিংবা
হস্তাঘাত ভুলে থাকাটা অভ্যাস....
কে জানে হয়ত কফিনও জীবিত থাকে
লাশগুলো বন্ধী হওয়ার আগ পর্যন্ত...
মিষ্টি মুখের মিষ্টি মাঝেমাঝে তিতা হয়...
প্রেম বিষয়ক অনভুতি মাঝেমাঝে
ভয়ানক ভাইরাস ছড়িয়ে দেয়...
বুকে থেকে মগজ পর্যন্ত..
আর মাঝেমাঝে মেডিসিনের মত কাজ করে ।
চারদিকের অস্হিরতা মাঝেমাঝে
বেঁচে থাকার আনন্দটা ধুলিমাটি করে দেয়..
পৃথিবীর সব মানুষ অসাধারন হয়ে
বেঁচে থাকতে চায় বলেই...
হয়তো সাধারন মানুষ হয়ে বেঁচে থাকাটা...
কিছুটা কঠিন হয়ে পড়ে।
শেষ রাতের প্রার্থনা চারদিকে ছড়িয়ে পড়ুক..
ভাল থাকো তোমরা সব চেনা মানুষ
সাথে অচেনারাও...
মুখে মধু আর বুকে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায়
তারা ও ভালো থাকুক....
দিন বদলের প্রত্যাশা নিয়ে
এখন আর কেউ সংগীত রচনা করে না,
মন্ত্রমুগ্ধ হয়ে কেউ শুনেনা জীবনের গল্প.....
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভ্যাস,
অভ্যাস আর অভ্যাস....