#অবান্তর_নীলা
#শাওন_মল্লিক
#কাব্যগ্রন্থ_অবান্তর_নীলা
শুনেছি....
মেঘ এর নাকি নীলার সাথে কথা হয়....
মেঘের গহীনতা কি সে খুঁজে বেড়ায়?
সে কি বুঝতে পারে?
মেঘের গর্জনের পর বৃষ্টির নিস্তব্ধতা....
শুনেছি... ঝিঝিপোকার মেঘ কে খুব পছন্দ....
কেনো?সেটা মেঘ এর জানা নেই...
মেঘ এর ভেতরের নীরব কান্না কেউ কি শুনেছো?
শুনো নি?কিভাবে শুনবে!
একদিন নীলার শান্ত আকাশে....
সারাক্ষণ  মেঘ উড়ে বেড়াবে......
আচ্ছা!
তাদের মধ্যে কি ভালোবাসা আছে?
তারা কি একে অপরের কান্না শুনতে পায়?
ধুর ছাই! মাথাটা গেছে বোধহয়....
কিসব বলছি?
যায় একটু নীলা আকাশ দেখে আসি....
ভালোই লাগবে...!