সে চলে গেছে হঠাৎই সশরীরে--------
দারা-পুত্র জানে এমনই হয়।
পাড়ার ছেলেটি ঘোরে স্রাদ্ধ-বাড়ির কোণে কোণে।
দাউ-এর বিছানা পূর্ণ করেছে আর কেউ কেউ।
রক্তে কোন টান নেই তবুও ছেলেটি আসে
কাঁদে ফুপিয়ে ফুপিয়ে পাড়াতুত দাদুর ভাবনায়।
ভূত-চতুর্দসীর খোলা জানলায় উত্তর হাওয়া
ফিসফিস্ করে ওঠে-----ছেলেটি কেঁপে ওঠে
ডাংগুলি, গুলতি, কাঠের ঘোড়া নড়ে যায়।
কবে চুকে যাওয়া আদুরে শৈশব তুমি কি এসেছ?
সময় হারিয়ে দিল তোকে দাউ-------আজ দীপাবলি
যদিও বা এলি---------চলে যাবি বল আকাশে জলছে বাতি
ছেলেটি কোথায় ফেলে বাসী রজনীগন্ধা!
ফটফ্রেম তোমার নিবিড় অপেক্ষায় একা দেওয়াল।