দিন যায় স্বভাবে
রক্তপাতের সুবাসে
বাতাসে ভেসে ভেসে মেঘ
বলে যেতে চায়
এ শহর আমার।
কারখানায় ভারী যন্ত্র
জাদুকরটা পড়ছে কীসের মন্ত্র
চুটকি তে হয়ে যাচ্ছে সব হাওয়া
অনেক কিছুই তাই
যাচ্ছেনা ফিরে পাওয়া।
বস্তা ভর্তি লাশ ভাসিয়ে নিয়ে
বুড়িগঙ্গা দাবি করে বসে
এ শহর আমার।
মোটর গাড়ি আর আমের আঁটির ভেপু
দম ফেলবার সময়টুকুও
হারিয়ে গেছে
কেউ হাঁপিয়ে উঠছে না তবু,
ঠান্ডা শীতল ঘরে বসে দাপিয়ে বেড়াচ্ছো
বোকা কাক রাস্তায়
ঝুলে থাকা তাঁরে বসে সশব্দে বলে
এ শহর আমার।