শূন্য জীবনে হঠাৎ ঝড়
কিছু না কয়ে বোলেই
গুড় গুড় শব্দে
মেঘ লেপে দিয়ে গেলো
মনের উঠোন
আর সাথে এক পশলা বৃষ্টি।
বৃষ্টিতে ভিজে গেলো মন
ভিজুক না?
মনেরও রয়েছে অতৃপ্ত বাসনা,
সময়ের সে ধার ধারবে কেন?
অসময়ের বৃষ্টি এসে
তাই ভিজিয়ে দিয়ে গেলো।
বোকা চাঁদটা
শুধু দেখেই গেলো
আর রাস্তার ল্যাম্পোস্ট।
হে বোকা চাঁদ, তুমি সরে যাও
তোমার আলোর আজ প্রয়োজন নেই,
কামনা ভরা দুই জোড়া চোখ
নিজেদের খুজে নেয়
সোডিয়াম বাতির নিচে
ঠোটে একে দিয়ে রক্তিম চুম্বন।