অদ্ভুত সব খেলা চলে
আলো আধারে ঢাকা পথগুলোতে
কতো দেহ কেনা বেচা হয়
কেউ ভালোবাসা পায়, কেউ পায় না
ফুটপাথের ছেলে বুড়ো নিমগ্ন নেশাতে।
ছোরা হাতে ঘুরে বেড়ায় কিছু যুবক
তারাও নেশা গ্রস্ত, খুনের নেশা
শহরতলির গলিতে চাদ হাসে না। হাসে রূপার মতো পতিতাবৃত্তিতে জড়িত
কিছু মেয়েদের কন্ঠস্বর
কারো ভ্রু টিও কাপে না।
মোটরগাড়ির শব্দে ঘুম ভাঙেনা
রাস্তার ধারে কুকুরের পাশে
শুয়ে থাকা সালামদের,
মাঝে মাঝে রিলিফে পাওয়া
কম্বলটি মুড়ি দেয় যখন কুকুর চিল্লায়।
সব কিছুরই সাক্ষী হয়ে
ঠাই দাড়িয়ে থাকে রাস্তার ল্যাম্প পোস্ট গুলো
কতো ইতিহাসও আছে ওদের ঝুলিতে।
উচু দালানের থেকে
ঠিকরে বেরিয়ে আসা আলো
মনে ভয় জাগায়,
ওখানে কি হচ্ছে
কেউ জানতেও পারে না
তা জানে শুধু এ শহরের রাত।