প্রিয়তমা, তুমি আমাকে না ভালোবেসে
তারচেয়ে ঈশ্বরকে ভালোবাসো;
আমি বদলে যাবো ; আমার নফস আছে
রিপুর তাড়নায়, ওয়াস ওয়াসায়,
ইবলিশের কুমন্ত্রণায়।
তুমি বরং ঈশ্বরকেই ভালোবাসো
শাশ্বত প্রণয় সেই পারে তোমাকে দিতে।
তোমার অনবরত সেজদায় বিমুগ্ধ হয়ে
তোমাকে দিতে পারে কাঙ্ক্ষিত সেই উপহার;
যার অপেক্ষায় তুমি অদ্যাবধি অশ্রু ঝড়াও।
তুমি বরং ঈশ্বরকেই ভালোবাসো
কলবে সৃষ্টির শুধু একজনের অবস্থান শিরক বানায়।
এতটা ভালোবাসো না কাউকে ভেঙ্গেচূড়ে
হৃদয়ের জায়গা পুরোটা দখলে দিও না
কখনো কোনো আশেক ; মাখলুকাতকে।
সে এতো সাম্রাজ্য গড়ে তুলবে তোমার সালতানাতে
সেই হৃদয়ে ঈশ্বরের স্থান থাকবেনা এতটুকুও।
তুমি বরং ঈশ্বর কেই ভালোবাসো
বোকা মেয়ে,শুনে রাখো!কেননা মানুষ বদলে যায়।
স্রষ্টা সন্তুষ্ট হলে সৃষ্টি অনায়াসে বশে পায়।
মানুষ কিসের তাড়নায় সৃষ্টিকে ধরতে চায়।
সৃষ্টিকে ধরতে গিয়ে সে স্রষ্টাকে হারায়।
হায়! হয়ে যায় একেবারে অসহায়।