ভালোবাসতে আমার ভীষণ ভয় হয় জানেন
পেয়েও আপনাকে হারানোর ;এটা অন্তত মানেন
মজনুর মতো যদি দিশেহারা বেদুইন হয়ে যাই।
ইয়া রব! সেই দিন না আসুক!
ভালোবাসতে আমার ভীষণ ভয় জানেন
নাহলে কবিতার মায়াজালে
অনেক তরুণীই ধরা পড়তো অবলীলায় ;
কাউকে হৃদয় দিতে এখনো আমার ভীষণ ভয় হয়।
আমি উর্বশী কাউকে কখনো চাইনি
আমি তো চেয়েছিলাম
কেউ একজন আমার কবিতার বন্দনা করুক
আমার দুর্বোধ্য উপমা গুলোর মানে টা ইকটু বুঝক
মাঝে মধ্যে আমাকে নিয়ে
কেউ ইকটু অভিমান লিখুক সাদা কাগজে;
অন্তত এটা লিখুক,
"যে আপনাকে আমি আর ভালোবাসি না ইকটুকুও
আপনি এতো অগোছালো কেন?"
আপনার কবিতার শিরোনামে কি আমি আছি?
সস্তা ম্যাসেঞ্জার ছেড়ে চিঠিতে আবেগ ঝাড়ুক
একটা সুন্দর মুড়ানো খাম আসুক আমার নামে
প্রেরক থাকবে, আপনার দুনিয়ার জান্নাত
প্রাপক, প্রিয় কবি
তার পরেও কেউ একজন লিখুক;
&বৃহস্পতিবার
১২মাঘ,১৪২৯ বঙ্গাব্দ