কোলাহলে কাঁদে যবে চক্ষুদ্বয়
           সাথে সঙ্গ দেয় মেঘমল্লার সখা
    আকাশ ভেঙে নামিতেছে যেন ঘনঘোর বর্ষণ।।।
        
        ভুল প্রণয়ে, ভুল পছন্দসই  সখা
      ভুল বিসর্জনে আপনা বড়শি সমর্পণে
ভুল ঈদের আনন্দে ছুটে যেতে চায় পবিত্র জুমা।।

শূদ্রের নাসিকা রন্ধে  মেশকের ঘ্রাণ প্রবেশ করে কি
       ধুর ছাই!  হিতে বিপরীতে উঠে হেচকি!!
    
          চারিপাশে ছড়াবে অণুজীব সকল
  ধ‍্যাত ! এলিটদের সইতে হবে এখন সব ধকল।।
      
        
      কলকাতার  বাহিরে বসানো যাবেনা
          কোনো হাকিম-মোক্তারের চৌকি!
        
       বলুন ত, এক্সিলেন্সি! পিটার হাস সাহেব!!
        এটা বাঙালি দের দেশ হয়ে গেল বৈকি?

             গরিব কণ‍্যার পিতার মতো
সম্মুখে দাড়াবে প্রেমিক;নতজানু হয়ে ঈশ্বরের নিকট
                      
             জীবন সমরে পরাজিত অশ্ব
     আচমকা খোদার বেহেশত হতে বিতাড়িত হয়ে
     নিমজ্জিত হবে দোজখে,  শব্দ হইবে বিকট।।

      
     ক্ষুধার্ত বনরুই ত কত কিছুই চায়, সফেদ ঘ্রাণ
                 সুস্বাদু হরিণের গোশত

       ছলে বলে কৌশলে, কামদেবের মায়া বলে
         চামড়া ব‍্যবসায়ীর সাথে গোপন দোস্ত

তার ভীড়ে আমি শুধু চেয়েছি, দুঃসাহসে শুধায়েছি
        দোজখীর চোখ দিয়ে  সামিয়ানা সরিয়ে
                   করেছি মা ন্না ত!!
         কতই না মনোহর, নিভৃত ঘুমঘোর
  দেখিবার মনে চায় একটিবার দুনিয়ার  জান্নাত।।