তার থেকে বড় জালেম কি আছে হায়
নিজ পুত্রদিগকে নিদ্রায় রেখে যে পিতা
খোদার ম/ স/ জি/ দে যায়।
সজ্ঞানে আ প নি জান্নাতের অভিমুখী হইয়া
তাহাদের দোজখে লেলিতে চায়।
সিজদায় নত হতে হতে ললাট কৃষ্ণবর্ণ প্রায়
তসবিদানা কর্ষণে ক্ষয়িত; পরিদৃশ্যমাণ ইবাদত
৬ নম্বর, ৫কাজে জিহ্বা তরতাজা করা দায়।
নিজ গায়ে আলখাল্লা, বসনে মেশকে অম্বর
পুত্রের গায়ে ইলুমিনাতির চিন!
নারী মূর্তির উপাসক হইয়া কাটাইতেছে রাত্রি-দিন।
যিনা থেকে দৃষ্টিপাত করিয়া/নাই কিছু বাকি আর
পিতার ভাষ্যমতে,পুত্র নাকি হয়নাই বড় এখনো তার
মেডিকেলের বাহাস শুনে দ্বীনি পিতা যতটা না খুশি জিজ্ঞোসিবে শেষ ফজর পড়েছে পুত্র কবে তাহার
সেই খবর নাকি হইয়াছে বাসি।।
পিতা শ্মশ্রুজটায় ; পুত্রদ্ধয় চকচকে কপোলে
উভয়ের মুখে ফুটে অমলিন হাসি।
হায়! সেই পুত্র কি অভাগা, অসহায়!
তার থেকে বড় জালেম কি আছে হায়
নিজ পুত্রদিগকে নিদ্রায় রেখে যে পিতা
খোদার ম/ স/ জি/ দে যায়।