শরাবের মাদকতা মুছে ফেলে
প্রেমময় হাতে জেহের মাখানো খঞ্জর নেই তুলি
হাসিমুখে যারা করেছে রক্তিম ওজু,
যুগ যুগ ধরে রচিব হেরি তোমাদের কভু না ভুলি
যৌবনের প্রেমিক তব ; আমিও যোদ্ধা হব
রাইফেল হাতে
বেয়নেট বিধিয়া দিব ফ্যাসিস্টের বুকে
সাফ হবে ময়দান মহামহিম জোলাব
মান করোনা প্রিয় হেলেন, তোমারে দিব গোলাব।
খোদা তোমারি মৃত্তিকায় ভরা বর্ষায় অঙ্কুরের ছলে
ভাসি পুনরায় তোমারি বজ্র ঝড়ে নুয়ে পড়বো বলে।
চাঁদের বুড়ির শূণ্যতায় জ্যোৎস্না ঝড়িতেছে
বঙ্গদেশে দেখো ঐ।
ক্ষুধার্ত ব্যাঘ্র চেয়ে দেখো,
রাজার ভাণ্ডারে নেই যে কিছুই
চলো সিন্দুক ভরে জ্যোৎস্না লই।।