আমার উপর অভিমান করে যে সন্ধ্যায় তোমার
ব্রহ্মপুত্রের পাড়ে এসে বসে থাকার কথা ছিলো

সেখানে অদ‍‍্য বসেছে নেশাখোরদের সরাইখানা।

            মুয়াজ্জিনের আজান শুনে
   এখানের শয়তান গুলো পলায়ন করে না
      ধীরে ধীরে আরো জড়ো হয় ক্রমশ।
তম্রিসার আড়ালে এখানে খুলে অর্থনীতির চাকা।

সুরভী যে সন্ধ্যায় তোমার ব্রহ্মপুত্রের পাড়ে এসে  
এলোচুল গুলোকে জোৎস্না মাখানোর কথা ছিল
      দেখো, সেখানে নতুন করে চর জেগেছে;
        
        কূলহারা ফুলবানু এখনো ডিঙি বায়
    আমাকে দেখে তোমার কথা জিজ্ঞেস করে;
        আমি ব‍্যস্ততা দেখিয়ে এড়িয়ে যাই।

    বুনোফুলগুলো ফুটে রক্তিম হয়েছে চারপাশ
তুমি থাকলে হয়তো বলতে,'কানে এনে গুজে দাও!'

   সুরভী বিশ্বাস করো, তুমি যদি এইহানে থাকতা
           চারুকলার ছেলেদের বলতাম  
     ব্রহ্মপুত্রের পাড়ে বসে তোমার নিদারুণ
            একটা স্কেচ একে দিতে।

        সুরভী তুমি যদি এইহানে থাকতা..........!