স্টেশনে বসে থাকা দিঘল কালো চোখের তরুণী
মাথায় তার মোড়ানো শুভ্র গলাবন্ধনি
তার চোখ অব্যক্ত কিছু বলতে চাচ্ছে বারবার
হায়েনাদের পার্লামেন্ট তাকে সেইসুযোগ দিচ্ছে না।
তার জড়তা কাটানোর ঔষধ আমার কাছে নেই
আমি কিছুটা দূরত্বে আছি;
তার মুখবন্ধন খুলে দিতে সাহস হয়না,
যদি কিছু মনে করে ফেলে হায়।
তার হাতে আছে নকশী আকাঁ পার্টস
বিজলি জরিন ফিতায় বাধা, করছে হাইলাইট
এর মধ্যে আছে গণতন্ত্র পুনরুদ্ধারের গোপন নথি!
মন চাচ্ছে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে
গোপন নথিটা তওহীদি জনতার কাছে দিয়ে দিই।
দেশটা আবারো মুক্তি পাক!
তার বিনিময়ে আমি একটা মুক্তিযুদ্ধের
সার্টিফিকেট পেয়ে যাই।
সেই উসীলায়
আমার অমনোযোগী ছেলেটা কোটায় একটা
চাকরি পেয়ে যেত যদি,
জীবনটা মন্দ হতো না।
হা!।হা! হা! হা!
সত্যিই সেলুকাস! বড় বিচিত্র এই দেশ
বড় রহস্যময় তার প্রিয়তমা