রূপালি নুপুর পায়ে নক্ষত্রের রাতে
কে ঔ নেমে আসে ধীরপায়ে
নাফিসা হলের সিড়ি বেয়ে
নিশ্চুপ রাতে বাজে কোন নিক্কণের ধ্বনি
সমস্ত বারান্দায় পায়চারি সেই দুষ্টুর শিরোমণি
কম্পিত কোমল কিশোরীর হৃদয় ভীত সঞ্চারিয়া
নির্ঘুম রাত কাটিছে কেহ, কেউ শীতকম্বল গাত্রে দিয়া
অশরীরী বুঝি নেমে এসেছে শূর্পণখার রূপপিয়া।
বসনে জাফরানি জিলবাব নিরাভরণা মৃদু তানপুরা।।
খোলা চিকুরে মৃদুমন্দ বাতাস ধানের ছড়ার মতো
করিছে খেলা
নেই কোনো পিছুটান
কিশোরীর স্বচ্ছ সোমেশ্বরীর ন্যায় অবিরাম ছুটে চলা।।
তিমির রাত্রিতে বুকের মধ্যে ভয়ানক বাকশালের ভয়
জাগিয়া করে সেকি অট্টহাসি।
তাড়কা হাসে বৃন্দাবনে বাজিয়ে ডঙ্কা।
যেমতি ফ্যাসিবাদ বুলেট ছোড়ায়ে গিলায়
চেতনার লঙ্কা।।