জন্মেছিলাম আমি কাচ বন্দী এক একুরিয়ামে
         সম্বোধনে মীননাথ, মৎস, জলচারী।
            
             শুধুমাত্র শোভাবর্ধনের জন‍‍্য;
  বড়লোক ছেলে মেয়েদের শখ মেটানোর জন‍‍্য
          আমাকে আনা হয়েছে এই ফ্লাটে।
      
     তিন কূলে বলতে কিছু সিলেটি পাথর আর
    ছোট্ট একটা অক্সিজেন বক্স আমার আত্মীয়।

   অথচ শফিক সাহেবের মতে আমার পুর্বপুরুষেরা    
    নাকি উত্তাল সমুদ্রে সাতার কেটে বড় হয়েছে,
      তাদের সংগ্রামী জীবনের  কথা আমি শুনছি।

  কিন্তু শাহেদ জামাল,আমি তো সমুদ্র কি দেখিনি!
         উত্তাল স্রোত সে তো অলীক স্বপ্ন।
       অর্ধেক যৌবন খেয়েছে উর্বশী তরুণী,
               বাকি অর্ধেক নিরব ঘাতক,
             অবশিষ্ট চলছে পদলেহনে,
         কাপুরুষকতায়, জ্বি হুজুর বাহ বায়।
       জেরুজালেম যে এখনো শয়তানের পক্ষে।
          এরি নাম কি বেচে থাকা নিখিলেশ?
                  
               হায় কি আফসোস
  কাচের দেয়ালে বন্দিফ্রেমেই  কেটে গেল সব
   এর মাঝে আমি সমুদ্র দেখার সময় টুকু পাইনি।
   আমার উত্তরসূরিদের আমি কিসের গল্প শুনাবো?

নদী দেখিনি,সমুদ্রে পা ভিজাইনি, সোমেশ্বরী দেখিনি
গারো পাহাড়ে অভিমান করে গিয়ে বসে থাকিনি।
        
         আমার যে গর্ব করার কিছুই নেই।
  আমি কি নিয়ে বাচবো বলে দাও শাহেদ জামাল
                 বলে দাও আমাকে।