প্রেমময়ী পরিযায়ী পাখি
কোনো এক শীতে এসে কেনই বা চলে যাও
সোমেশ্বরীর তীরে এসে তোমার
তরীটি একটিবার যদি ভেরাও।।
ঐ মদিনায় কি তুষার পাত হয়
আছে কি ভয়ানক বাকশালের ভয়?
ইয়াসরিবের উসমান
রক্তিম ফুলে মেখে মেশকের ঘ্রাণ।
ছেড়ে কেন এলে বারুদ মাখা খোরাসানে
কিসের নেশায়, সব ছেড়ে
তনু মন প্রাণে।।
দিলে কার তরে দিল তামান্না কোর বান।।
আলেয়াকে পেছনে ফেলে
ছোট্ট কিশোর ঐ দেখো বারুদ নিয়ে খেলে
জিলবাবী আয়েশা তাকিয়ে দেখে
ধুলোর শহরে আনমনে ফাহলে চড়ে
কোন বীর পুত্র দ্রুত যে ছুটে চলে।।
বেহুশ হয়ে তুমি ভাসছো কোন আরব সাগরে
নাবিকের ভাঙা কম্পাসে তোমাকে খুঁজছে
দিশেহারা হয়ে বোহেমিয়ান সাফুয়ান
বলো হে মুহিব্বি আছো কোন পাড়ে।।