চেয়ে দেখো কাজরী
AMC ফিরেছে তার পুরোনো প্রাণ যৌবনে
দেয়াল গুলো ক্রমশ পেয়েছে কৃষ্ণচূড়ার রং
রক্তিম লাল যেন আরো ঘন রক্তিম।।
সহ সায় সব ভুলে আগের রূপে ফিরে এসেছে
এক স্বদেশী কমরেড;
আগে পিছে যেন তার কিছুই হয়নি!
নাফিসা হলে ফের রোদের আলোয়
এলো চুল শুকাচ্ছে শেরপুরী তরুণী ;
শূণ্য মাঠে ফের জড়ো হয়েছে তরুণ তরুণীরা
সন্ধ্যায় এক হলো প্রণয়ের সমস্ত আয়োজন
সবাই ঈদের ছুটি শেষে ফিরেছে নিজ শহুরে নীড়ে
আমার আপনা হৃদয় গৃহে
কাজরী শুধু তুমিই ফিরলে না।