ছুটে যাও কাফকা প্রেমাস্পদ উদ‍্যানে
   রানারের বেশে অভিযোগ সব পিছনে  ফেলে
        
        হেলেনার শৈশব কেটেছে যে ইস্তাম্বুলে
    সেখানে বনহংসী ঘুমায় গৃহহীন আপনপ্রাণে।।
            চলে যাও হেথা সকলি সম্প্রদানে।।

   জল্লাদের ভয়ে অমানিশার প্রহরের সূর্যাস্ত হবে;
         আজাদ কাশ্মীরের এক বিমুখ প্রান্তরে
মনিবের ভৃত‍্যরূপে;কতগুলো মেষের পাশে শুয়েরবে
সেই কি সুখ, কোথাও কি পেয়েছিলো কেউ কবে।।

      
  তিমির রাত্রি পেরিয়ে ঐ দেখো উঠিছে কোজাগরী
                     নতজানু চোঁখ
        এবার হবেই হবে প্রেমের পূজারী।।

   উঠুক নতুন রবি, রেখে যাও সব দুঃখের পাবক
         চলে গিয়ে ভুলে যাও তুমি ছিলে যে
             এক হিংস্র  সিংহের শাবক।।।

         চলে যাবার আগে রেখে যাও কাফকা
    সমস্ত অভিমান , সঙ্গে দুটো টলমলে ডেফল।
  
                কাজোরীর মৃত‍‍্যুর পর
  পারাবত  চলে গেছে এদেশ ছেড়ে ঝাঁকে ঝাঁকে
      তবুও একটা চিঠি লিখে যেও স্বৈরাচারকে,
             আরেকটা প্রিয় মিলে/নাকে