প্রিয় নাফিসা হল
তোমার মতো করে সুগ্রীব হাসি দেয়নি আগে কেউ
শ্রাবণের জোছনায় কেউ বলেনি,
ইকটু হাসুন তো।।

হাসলে আপনাকে সবচাইতে সুন্দর লাগে।।

তিমিরের সন্ধ্যায়  হলের সামনে প্রস্ফুটিত
জারুল ও কৃষ্ণচূড়ার মৌন প্রণয়
আমাকে আহত করে।।
মনে পড়ে যায় কমরেডের মৌন প্রস্থান।
কোনো এক কুয়াশার ভোরে তার  চলে যাওয়া।।
ভেঙ্গে দিয়ে যায়  বুনো স্বপ্ন, রক্তিম স্বপ্ন।।
আমার সমস্ত জমানো প্রণয়ে কে যেন ঢেলে দিয়েছে বিষাক্ত হেমলক।।।


নিরব চুম্বনের আশ্বাস দিয়ে
ফ‍্যাসিস্টের মতো তুমি চেপে ধরেছো আমার কণ্ঠস্বর।।।
শুনাচ্ছো আমার পূর্বপুরুষদের কথা
তাদের বীরত্বগাথার কথা
আমাদের মুক্তির শ্লোগান ছিল ' জয় বাংলা '।।