কমরেড আমাকে যুদ্ধে যেতে বললো
     ভূমধ‍্যসাগরে নাকি চেঙ্গিস খান পাল তুলেছে
  
     ডঙ্কা শুনে ঘুম ভেঙেছে দামেস্কের শাহজাদির
    জাফরানের সুঘ্রাণে সে মগ্ন ছিলো দিবস রাত্রি

চারিদিকে প্রচণ্ড কোলাহল,বাতাসে লাগিলো দোলা
      নফস করছে উচাটন,ব‍্যাকুল নিউক্লিয়াস
          
         পথ রোধ করে দাঁড়ালো মনমোহিনী;
                    শুধালো মোরে,
    শত পরিক্রমায় তাহারে নাকি যাবেনা ভোলা।

     ছাড়িয়া এলোকেশ, বাধিলো মোর স্কন্ধদেশ
  কস্তুরী মিশ্রিত সুরভী ছড়াইয়াছে যেন চারিদিক।

        চোখ ছিলো তার ছলছল বিদায় লগনে,
     তীর বিদ্ধ হরিণী যেবা তাকায় ব‍্যাধের দিকে
              তেমনি তাকিয়েছিলো সে;
            
              আমার দুনিয়ার জান্নাত,
        ফিরে এসে যদি দেখি আপনি আছেন;
          আপনি কি এভাবেই চেয়ে থাকবেন?
                নাকি বক্ষ টেনে বলবেন
    " প্রিয় এতোদিন আমি হীনা কীভাবে ছিলে?"

         অথবা যদি ভুলক্রমে শহিদ হয়ে যাই
      ভয় হয়; ঈশ্বর আমাকে কোথায় পাঠাবেন?
    
     যেখানেই যাই তোমাকেই যেন পাই,সদা সদা;
               আমার দুনিয়ার জান্নাত।
     আমার খোরাসানের কালো কাফতানী তরুণী।